Fig: Corona Virus
বিশ্বজুড়ে করোনা-কাঁপুনি। গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷ ১৫৯ দেশে ২ লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্ত। গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার জন মানুষ ৷ চিনের সংখ্যাটা হল ৮২ হাজার ৭ জন আর অন্যদিকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫০৩ এবং আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০০ মতো ৷
আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৪৮ জন ৷ এর মধ্যে ১২৩ জন ভারতীয় ২৫ জন বিদেশি। গতকাল মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে এই ব্যক্তির ৷ এর ফলে মৃতের সংখ্যা এখন ৩। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিলেছেন ১৪ জন। মঙ্গলবার প্রথম করোনা ভাইরাস আক্রন্তের খোঁজ পাওয়া যায় কলকাতায়।
Fig: Corona Virus
দেশের প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং মল ৷ সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ বহু রাজ্যেই বাতিল করা হয়েছে সামাজিক অনুষ্ঠান ৷ দেশের মধ্যে ও দেশের বাইরে ট্র্যাভেলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ ৷ চতুর্থ বা পঞ্চম সপ্তাহেই ভয়াবহ ভাবে এই ভাইরাস সংক্রমণের নজির রয়েছে। ভারতে যাতে তা না হয় সেই লক্ষ্যেই দেশজুড়ে চরম সতর্কতা। ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ৷ অর্থাৎ চিন, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে যাঁরা সংক্রমিত হয়ে ফিরেছেন তাঁদের থেকে এ দেশে সংক্রমণ ছড়িয়েছে ভারতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়ালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি ৷ কিন্তু সংক্রমণের হার যাতে এখানেই আটকানো যায় তার জন্য ব্যাপক সতর্কতা জরুরি ৷ বিশেষজ্ঞরা যাকে বলেন ‘ফ্ল্যাটনিং দ্য কার্ভ’।
0 Please Share a Your Opinion.: